নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ব্যবসায়ীর দখলে থাকা সরকারী জায়গা জোরপূর্বক দখল করে বিএনপি’র অফিস ঘর নির্মাণ করছিলো স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত হয়ে নির্মাণাধীন ওই ঘর ভাঙ্গার নির্দেশ দিলে তা ভাঙা হয়। পরবর্তীতে এই ঘটনার জের ধরে দখলদার চিহ্নিত ওই নেতা-কর্মীরা হামলা চালায় ওই বাজারের ইজারাদার স্থানীয় যুবদল নেতা বাবলু প্রামাণিকের ওপর। এতে গুরুতর রক্তাক্ত আহত হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয় তার নাবালক ছেলে আবু তালহা। গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নগর মেরীগাছা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত পিতা বাবলু প্রামাণিক (৫০) ও ছেলে আবু তালহা (১৭)কে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাবলু প্রামাণিক বাদী হয়ে রবিবার রাত ১০টার দিকে...