চট্টগ্রাম:নানা অভিযোগ ওঠার পর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন জেলা প্রশাসনের আরএম শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (সার্টিফিকেট শাখায় বদলির আদেশাধীন) স্বপন কুমার দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। অফিস আদেশ অনুযায়ী, স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মোহাম্মদ জামাল উদ্দিনকে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা...