ঢাকা : ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। ‘গাফুর’ গানের সঙ্গে তাঁর নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তিনি। তবে নিন্দকেরা শরীর প্রদর্শনের জন্য কটাক্ষও করেছেন তাঁকে। তাতে কান না দিয়ে সন্তান পরিকল্পনা নিয়ে কথা বললেন অভিনেত্রী।চলতি বছরেই বিজয় বর্মার সঙ্গে দীর্ঘ দু’বছরের সম্পর্ক ভেঙেছে তামান্নার। তার পরে আর নতুন সম্পর্কে জড়াননি তিনি। এক সাক্ষাৎকারে সন্তান পরিকল্পনা নিয়ে কথা বলেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তানধারণ করা কোনও বিনোদনের বিষয় নয়। সন্তানকে বড় করা একটা প্রকল্পের মতো।ভবিষ্যতে সন্তানধারণ করতে চান তামান্না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “সন্তান মানেই একটা বড় দায়িত্ব। এটা কোনও বিনোদনের বিষয় নয়। এটা ২০ বছরের একটা প্রকল্প। বাচ্চা বড় হওয়ার পরে আপনার সমস্যা থাকবে। পাশাপাশি বাচ্চার সমস্যাও আপনার সমস্যা হয়ে উঠবে। তাই খুব...