২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম আদি যমুনা নদীকে প্রবাহমান করতে, শ্যামনগর সদরের মহাশ্মশানের সামনে ব্রিজ নির্মাণ, সদরের চন্ডিপুর এলাকায় কালভার্ট ভেঙ্গে ব্রিজ নির্মাণ, যমুনা নদীর সঙ্গে সংযুক্ত খাল উন্মুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় প্রগতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। প্রগতির সভাপতি মিসেস সাহানা হামিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী। এ সময় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোঃ নাজিন উদ্দীন, প্রফেসর আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, আতরজান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মণ্ডল, বারাসিকের আঞ্চলিক...