২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপ সড়কের 'বড়খাল' নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর। নিহতরা হলেন— উপজেলার সাবরাং ইউপির কাটাবুনিয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রউফ (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনজন যুবক মোটরসাইকেলে করে কাটাবুনিয়া থেকে শাহপরীর দ্বীপ যাচ্ছিলেন। ওই সময় বড় খাল-সংলগ্ন ব্রিজের পাশে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফগামী একটি কাভার্ড ভ্যান (প্রিমিয়ার সিমেন্ট এর গাড়ি)...