খাগড়াছড়ির গুইমারায় গুলিতে স্থানীয় তিনজনের প্রাণহানি এবং সেনা ও পুলিশসহ সাধারণ জনগণ আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের লাশ হাসপাতালে রয়েছে। তবে কার গুলিতে কীভাবে মারা গেছে, বিস্তারিত জানা যায়নি। খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেন, গুইমারা থেকে তিনজন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্য এবং আরো অনেকেন আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।...