দুবাইতে এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালে ভারতের একাদশে নেই হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা ও আর্শদিপ নেই। তাদের জায়গায় জাসপ্রিত বুমরা, শিবম দুবে ও রিঙ্কু সিংকে ফেরানো হয়েছে। পাকিস্তান খেলবে শেষ ম্যাচের দলটিই। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের এটি তৃতীয় ম্যাচ। গ্রুপপর্বে ও সুপার ফোরের লড়াইয়ে জিতেছিল ভারত। ভারতের একাদশ :অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু...