রোববার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের ‘নীরব ভূমিকারও’ সমালোচনা করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈসানু মারমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা। পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা বলেন, “আপনারা এত টালবাহানা না করে পাহাড়ের জন্য আইন করে দেন যে, যারা জাতে সেটেলার বাঙালি, ধর্মে মুসলিম তাদের জন্য ধর্ষণ বৈধ। আইন করে দেন পাহাড়ে ধর্ষণ হলে কোন প্রতিবাদ, বিক্ষোভ করা যাবে না। “শেখ হাসিনার বানিয়ে দিয়ে যাওয়া ন্যারেটিভ, পাহাড়িরা প্রতিবাদ করলেই সন্ত্রাসী, সেই ন্যারেটিভ প্র্যাকটিস করা বন্ধ করেন। ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি পাহাড়িদের অপরাধ হয়, তাহলে আমরা এরকম হাজারটা অপরাধ করতে রাজি।” সাংবাদিক এহসান মাহমুদ বলেন,“ আদিবাসীদের প্রতিবাদের ভাষাকে দাবিয়ে রেখে রাষ্ট্র নিজেকে নিপীড়কের...