‘মানুষের প্রতিশ্রুতির পথে যতনিরুপম সূর্যালোক জ্ব’লে গেছে—তারঋণ শোধ ক’রে দিতে গিয়ে এই অনন্ত রৌদ্রের অন্ধকার।’—জীবনানন্দ দাশমাইকেল মাল্মের 'Bringing Light into Darkness' চিত্রকর্মটি যেন জীবনানন্দের এই পঙক্তিগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। দূরের কমলা আকাশ ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে, আর সেই সীমান্তে দাঁড়িয়ে আছে এক নারী, হাতে একটি ছোট্ট প্রদীপ। দীপটি কেবল দৃশ্যমান আলো নয় বরং মানুষের অন্তর্লোকের প্রতীক—অন্ধকারের বিপ্রতীপে জিজ্ঞাসা ও জাগরণের কেন্দ্র।মাল্ম উষ্ণ কমলার ওপরে গাঢ় বাদামি স্তর বসিয়ে যে আবহ রচনা করেছেন, তা রেনেসাঁ–পরবর্তী চিত্রকলার চিয়ারোস্কুরোর কথা মনে করিয়ে দেয়। তবে এখানে নাটকীয় সংঘর্ষ নয়, মুখ্য হয়ে ওঠে ধ্যানমগ্ন প্রশান্তি। নরম প্রান্তরেখা, তুলির দাগে কাপড়ের ভাঁজ ও আঙুল—সবই যেন ধীরে ধীরে অন্ধকার থেকে ভেসে উঠে, স্মৃতির মতো নিজেকে গড়ে তুলেছে। এই ধীর উদ্ভাসনের ভেতর লুকিয়ে আছে মানুষের চিরন্তন...