কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কালা পোপা মাছ। মাছটির দাম চাওয়া হয়েছিল ১ লাখ টাকা। পরে ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টমার্টিনের অদূরে সাগরে আব্দুল মোনাফের মালিকানাধীন ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। ট্রলার মালিক আব্দুল মোনাফ জানান, আমার ট্রলারে জেলেরা সাগরে জাল ফেলে মাছ শিকার করছিল। এ সময় অন্যান্য মাছের পাশাপাশি বড় আকারের একটি কালা পোপা মাছ ধরা পড়ে; যার পরিমাপ বা ওজন করলে ১৮ কেজি হয়। তিনি আরও জানান, মাছটি সেন্টমার্টিন বাজারে ১ লাখ টাকা দাম হাঁকিয়েছিলাম। পরে তা ৯৫ হাজার টাকায় বিক্রি করি। যেটি স্থানীয় মাছ ব্যবসায়ীরা কিনে নেন। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বড় কালা পোপা মাছ খেতে যেমন সুস্বাদু, তার...