ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ মিথুন মানহাস। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হবেন মানহাস। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। রজার বিনি গত মাসে পদত্যাগের পর বিসিসিআইয়ের সভাপতির পদ খালি ছিলো। এতদিন অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন সহ-সভাপতি রাজিব শুক্লা। আজ বিসিসিআইয়ের ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মানহাস। ২০১৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ২ বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন মানহাস। সে সময় দলে ছিলেন তাওহীদ হৃদয়, সাইফ হাসান, নাঈম শেখের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ যুবদলের ব্যাটিং পরামর্শক ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মানহাসের। পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এর সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। জম্মুতে জন্ম নেওয়া মানহাস...