বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে জাতীয় সদর দপ্তরের শামস হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়, তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের নির্দেশে বাংলাদেশ স্কাউটসের সংস্কার প্রক্রিয়া পরিচালনার জন্য গত বছরের ৩০ অক্টোবর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমানে এই কমিটি যেসব গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছে তা বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দেশের সব উপজেলা, জেলা ও অঞ্চলের কমিটি গঠন, বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল সভা আয়োজন, শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২০ সালের পর থেকে হালনাগাদকরণ, নতুন লিডার তৈরির জন্য অসংখ্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন...