বিধানসভা নির্বাচনের আগে শারদীয় উৎসবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। এক পক্ষ বাংলা ভাষার অপমানের অভিযোগে থিম সাজিয়েছে। অন্য পক্ষের হাতিয়ার অপারেশন সিঁদুর। বহু বছর ধরেই কলকাতার পুজো থিম নির্ভর। সেই থিমে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা রাজনৈতিক দলগুলির প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে ইদানিং কালে। গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম টানাপোড়নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষা ও বাঙালি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করছে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে যে শ্রমিকরা কাজের সূত্রে গিয়েছেন, তাদের উপরে নিগ্রহের একের পর এক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বাংলা বলায় তাদের বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে। অনেককে পুলিশ পাকড়াও করে চালান করে দিচ্ছে জেলে। কাউকে কাজ থেকে বিদায় করে দেয়া হচ্ছে। অনেকের কপালে আবার জুটছে মারধর। কাউকে পুশব্যাক...