নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রেও অপো এ৬ প্রো ডিভাইসটি ভিড়ওয়ালা এলাকা, বেইসমেন্টের দুর্বল সিগনাল, সাবওয়ে বা হাই-স্পিড রেলের দ্রুতগতির মতো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করতে ও এতে স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে পারবে বলে দাবি অপো বাংলাদেশের। ডিভাইসটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার হয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের ক্ষেত্রে’ একবার চার্জে প্রায় তিনদিন চলতে পারে। এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা ফোনের স্ট্যান্ডার্ড ফাস্ট চার্জিংয়ের চেয়ে চার্জিং সময়কে কমিয়ে আনে। এ৬ প্রোতে থাকা ‘রিভার্স চার্জিং’ পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। এতে করে ব্যবহারকারীরা মিনি ফ্যান, পোর্টেবল লাইট বা এয়ার পিউরিফায়ারের মতো ছোট ইলেকট্রনিক্স বা অন্যান্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন বলে দাবি ব্রান্ডটির। তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটি এ তিনটি পারফরম্যান্সের জন্য আসন্ন ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাললের স্বীকৃতি...