সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সঙ্গে বসবাস করে আসছেন। আগামী দিনে এখানে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি হবে আরও সুদৃঢ় এবং সমৃদ্ধ করতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। কেউ এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। তিনি গতকাল শনিবার রাতে সিলেট নগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় এইসব কথা বলেন। এই সময় সাবেক মেয়র সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা উপলক্ষে নিজ তহবিল অনুদান প্রদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত সিলেট নগরবাসীর সেবা করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে শত প্রতিকূলতা সত্ত্বেও সনাতন ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়েছিলেন বলে আমি দুইবার এই নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আগামী দিনেও আমি...