আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৬তম জন্মদিন। যদিও তিনি এখন আর এই দুনিয়ায় নেই। তবুও তার গানের জাদু, কণ্ঠের মাধুর্য আর সংগীতসাধনা আজও কোটি মানুষের হৃদয়ে একইভাবে বেঁচে আছে। এই বিশেষ দিনে লতার ছোট বোন, প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে একান্ত আলাপচারিতায় দিদির সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন। আশা ভোঁসলে জানান, 'লতাদিদি' শুধু তার বড় বোনই ছিলেন না, ছিলেন মাতৃসম স্নেহময়ী অভিভাবক। তিনি বলেন, ‘আমাদের দু’জনের সম্পর্ক ছিল একেবারে বিশুদ্ধ। আমি ওঁকে ভীষণ মিস করি। ছোটবেলায় তিনি আমাকে কোলে নিয়ে ঘুরতেন, আমাকে কখনওই একা ছেড়ে যেতেন না। সেই শৈশবের স্মৃতিগুলো আজও চোখে ভাসে। দিদি ছিলেন আমাদের পরিবারের মেরুদণ্ড।’ লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে এই দুই বোনের সম্পর্ক ছিল ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য অধ্যায়।...