টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামের শত বছরের পুরোনো রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আগচারান ব্রীজপার এলাকায় এ মানববন্ধনে কয়েক হাজার গ্রামবাসী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীয়রা জানান, পশ্চিম পাকুটিয়া থেকে আগচারান ব্রীজপার পর্যন্ত এই সড়কটি প্রায় এক শতাব্দী ধরে পশ্চিম পাকুটিয়া ও নাগবাড়ী ইউনিয়নের পূর্বাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তবে সম্প্রতি আগচারান ব্রীজ নতুন করে নির্মাণের কারণে সড়কটি বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, সড়কটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে তাদেরকে নদী সাতরিয়ে মূল সড়কে পৌঁছাতে হবে। এতে পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে। মানববন্ধনে বক্তারা শতবর্ষী এই সড়কটি...