২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই ট্রলির ধাক্কায় জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে, ডিমলা-ডালিয়া সড়কে ঘটনাটি ঘটে। নিহত মাওলানা রফিকুল ইসলাম ডিমলা উপজেলার খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসা যাচ্ছিলেন। শুটিবাড়ী বাজারে পৌঁছানোর সময় পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে...