টেকসই উন্নয়নে পর্যটন - এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উত্তরতম জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের এক অনন্য পর্যটন গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছোঁয়া কাঞ্চনজঙ্ঘা, সমতলের চা বাগান, ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় সংস্কৃতি - সব মিলিয়ে রয়েছে বিশাল সম্ভাবনা। সরকারের সহায়তা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এখানকার পর্যটন খাত আরও এগিয়ে যেতে পারে। তাঁরা আরও বলেন, শুধু দৃশ্যমান প্রকৃতি নয়, তেঁতুলিয়ার রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। বাংলাবান্ধা চারদেশীয় স্থলবন্দর, ঐতিহাসিক তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন,টেকসই পর্যটন নীতি বাস্তবায়নের মাধ্যমে তেঁতুলিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন হাবে...