২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম কক্সবাজারের সাবেক জনপ্রিয় সাংসদ এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের সব আসনে ধানের শীষের প্রার্থীরাই বিজয়ী হবেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত এ স্মরণসভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মরহুমের সহধর্মিণী মারুফা জামান কলি। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ওমর ফারুক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত আলম। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, মরহুমের সন্তান আহমদ তানসির...