চট্টগ্রাম:নগরের চান্দঁগাও থানার ব্যবসায়ী আফতাব উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি মোহাম্মদ প্রকাশ ভাগিনা মোহাম্মদকে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ আদালত শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, চান্দঁগাও থানার আফতাব উদ্দিন প্রকাশ তাহসিন হত্যা মামলার আসামি মোহাম্মদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ অক্টোবর রাতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন- সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ...