গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ, স্থিতিশীলতার দেশ’ শিরোনামে সাংস্কৃতিক কূটনৈতিক আয়োজন। বুধবার রাজধানী এথেন্সের বাংলাদেশ হাউসে এ আয়োজনে অ্যাকাডেমিক, পেশাগত ও সামাজিক অবদানের জন্য পরিচিত বিভিন্ন দেশের ৪০ জন নারী অংশ নেন। উপস্থিত ছিলেন উইমেনস ইন্টারন্যাশনাল ক্লাবের (ডাব্লিউআইসি) সভাপতি আজিজা এসসোলাইমানি। বাংলাদেশ সম্পর্কে তথ্য উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম। এতে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অর্থনৈতিক রূপান্তরের ধারা এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান। উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের কথা। উপস্থাপনায় বাংলাদেশের ‘থ্রি জিরো’ লক্ষ্য—দারিদ্র্যমুক্তি, কর্মসংস্থানহীনতা দূরীকরণ এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি অতিথিদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি আলোচিত হয় সংস্কৃতির স্থিতিশীলতা ও যুবশক্তির সম্ভাবনা। এছাড়া আলোকচিত্র প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের...