দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাজধানীতে জাতীয় পূজা উৎযাপন কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ শুভেচ্ছা জানান। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টি দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। জুলাই আন্দোলনের পর আমরা যে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের মানুষকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সারাদেশে যাতে নির্বিঘ্নে পূজা উৎযাপিত হয়, সেই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির স্বেচ্ছাসেবীরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। নাহিদ বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানায় এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে...