টিকটকের নতুন মার্কিন কোম্পানিতে বাইটড্যান্সের বড় ভূমিকা থাকছে। এ সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে লিখেছে, অ্যাপটির চীনা মূল কোম্পানি বাইটড্যান্স এখনও টিকটকের নতুন মার্কিন ব্যবসার মালিকানা ধরে রাখবে। তবে অ্যাপটির ডেটা, কনটেন্ট ও অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থাকছে নতুন গঠিত মার্কিন কোম্পানির হাতেই। টিকটকের নতুন মার্কিন কোম্পানিতে বাইটড্যান্সের প্রত্যাশার চেয়েও বড় ভূমিকার বিষয়টি থেকে ইঙ্গিত মেলে, চীনে অবস্থিত বৈশ্বিক এ প্রযুক্তি কোম্পানিটি ভবিষ্যতেও অ্যাপটিতে গুরুত্বপূর্ণ ও সক্রিয় থাকবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। বৃহস্পতিবার টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে যে চুক্তি হয়েছে, তার বৈধতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী টিকটকের মার্কিন অংশের বেশিরভাগ শেয়ারের মালিক হবেন যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজন বিনিয়োগকারী। টিকটকের মূল চীনা কোম্পানি বাইটড্যান্সের হাতে মালিকানার কিছু অংশ থাকলেও অ্যাপের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই...