গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যায় জার্মান সরকারের সমর্থনের প্রতিবাদে দেশটির বার্লিন শহরে বিক্ষোভ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘অল আইজ অন গাজা- স্টপ দ্য জেনোসাইড’ শীর্ষক শিরোনামে লক্ষাধিক নাগরিক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মেডিকো ইন্টারন্যাশনালসহ ফিলিস্তিনপন্থি প্রায় ৫০ টি সংগঠন এ বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। ‘ফ্রি ফ্রি পালেস্টাইন’ ‘ভিভা প্যালেস্টাইন’ ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ ইত্যাদি স্লোগানে বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেছে বিক্ষোভকারীরা । গণবিক্ষোভের আয়োজকদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উপত্যকায় ইসরায়েল যে নারকীয় জাতিগত নিধন চালাচ্ছে তার প্রতি জার্মান সরকারের সহযোগিতা বন্ধ করতে হবে। এছাড়াও ইসরায়েলের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জামের আমদানি, রপ্তানি ও পরিবহনসহ সকল ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার দাবি জানানো হয়। এদিকে ৬২ শতাংশ জার্মান ভোটার মনে...