দেশে ৬০ শতাংশের বেশি পরিবার তাদের মোট আয়ের অন্তত অর্ধেক খাবারের পেছনে ব্যয় করে। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তাদের মতে, খাবারের ব্যয়ে গ্রাম ও শহরের মধ্যে তীব্র বৈষম্য রয়েছে। গ্রামীণ এলাকায় ৩১ দশমিক ৬ শতাংশ পরিবার আয়ের ৬৫ শতাংশ বা তার বেশি খাবারের পেছনে ব্যয় করে। যেখানে শহুরে এলাকায় এই হার ২৫ দশমিক ৫ শতাংশ। তারা আরও বলছে, সিটি করপোরেশন এলাকায় মাত্র সাড়ে ৬ শতাংশ পরিবার অতিরিক্ত খাদ্য ব্যয়ের মুখে পড়ে, যা তুলনামূলকভাবে বেশি ক্রয়ক্ষমতা নির্দেশ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো...