লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে একযুগ ধরে বাল্য বিবাহ বহুবিবাহসহ ৪ হাজার বিবাহ ও সহস্রাধিক তালাকনামা নিবন্ধন করার অভিযোগ উঠেছে নিকাহ রেজিস্ট্রার আবদুর রহমানের বিরুদ্ধে। অসদুপায়ে নিয়োগ পাওয়া এ কাজী জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন । জানা যায়, আবদুর রহমান ২০১৩ সালের ১০ নভেম্বর তথ্য গোপন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কমলগরের চর কাদিরা ইউনিয়নের অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার হিসাবে নিয়োগ পান। ওই সময় তৎকালিন আইন মন্ত্রী কামরুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিমিময়ে কোন যাচাই বাছাই না করে জনপ্রতি দশ লক্ষাধিক টাকা করে নিয়ে বহু লোককে নিয়োগ দেন। নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বিধিমালায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে,’একজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রত্যাশীকে অবশ্যই নিয়োগ লাভের জন্য শূন্য অধিক্ষেত্রের স্থায়ী...