রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় ২০টির অধিক মন্দিরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছাকালে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তারা এই উৎসব ঘিরে পিছন থেকে ষড়যন্ত্র করতে পারে। এই শঙ্কা প্রকাশ করেই উৎসবের পরিবেশে যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই সব ধর্মের অনুসারীরা নিরাপদে থাকে। তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এই উৎসবের বিঘ্ন ঘটাতে অপতৎপরতা চালাতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। মূলত যারা...