১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর কেটে গেছে ৪১টি বছর। এই প্রথম এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ...