জিম্বাবুয়ের বিপক্ষে ইয়ান ফ্রাইলিঙ্কের ১৩ বলে ফিফটির রেশ এখনও মিলিয়ে যায়নি পুরোপুরি। এর মধ্যেই এবার বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিলেন নামিবিয়ার ওপেনার। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের আরেক পাতায়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার নাইজেরিয়ার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করেন ফ্রাইলিঙ্ক। হারারে স্পোর্টস ক্লাবে ১৫ চার ও ৬ ছক্কায় ৬৫ বলে ১৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৩১ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। নামিবিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। তার ১৩৪ রান এখন দেশটির হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি পেছনে ফেলে দিলেন দুই দিন আগে একই মাঠে কেনিয়ার বিপক্ষে জেজে স্মিটের ৩৯ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসকে। ১০ দিন আগে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ফ্রাইলিঙ্ক। সেদিন তার...