বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার দক্ষিণ তাফালবাড়ীর বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাউথখালি ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মাস্টার বাদশা মিয়ার পুত্র শাকিল (২৫) তাফালবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি সোনাতলায় যাচ্ছিল। এ সময় দক্ষিণ তাফালবাড়ি এলাকার বাসিন্দা মো. শাহজাহান আলী (৬৫) বরইতলা এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে শাজাহান মিয়া। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মোটরসাইকেল চালক শাকিলও গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য মেডিকেল অফিসার শেখ তাসনোভা আলম তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে...