পিএসজির চোটাক্রান্ত খেলোয়াড়ের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। নতুন করে যোগ হয়েছে ভিতিনিয়া ও খাভিচা কাভারাৎস্খেলিয়ার নাম। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুইজনকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। অক্সেরের বিপক্ষে শনিবার ২-০ গোলে জেতা লিগ আঁর ম্যাচে পিএসজির শুরুর একাদশে ছিলেন ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়া। কিন্তু চোটের থাবায় দুইজনের কেউই পুরো ম্যাচ খেলতে পারেননি। ৩২তম মিনিটে দলের প্রথম গোলে সরাসরি ভূমিকা রাখার চার মিনিট পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। প্রথমার্ধের পর আর মাঠে নামেননি জর্জিয়ান লেফট উইঙ্গার কাভারাৎস্খেলিয়া। ধারণা করা হচ্ছে, ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। ফরাসি ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়ার। ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানের প্রথম লড়াইয়ে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও শুরুর...