শরীয়তপুরে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামের শহীদুল ইসলাম সিকদার (৩৭) নামের ওই যুবকের কোমরে দড়ি পরিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়। রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টা হতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনাটি ঘটেছে। শহীদুল ইসলাম সিকদারের বাড়ি একই ইউনিয়নের দুলুখন্ড গ্রামে। একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত লতিফ সিকদারের ছেলে তিনি। শরীয়তপুরের নড়িয়া থানা সূত্র জানায়, গতকাল শনিবার গভির রাতে পাশের নরকলিকাতা গ্রামের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এলাকায় চোর প্রবেশ করেছে এমন চিৎকার চেচামেছি করেন গ্রামের বাসিন্দারা। তখন শহীদুল দৌড়ে আতারক্ষার জন্য পাশের একটি পুকুরে মেনে পরেন। সেখানে কয়েকঘন্টা অবস্থান করার পর স্থানীয়রা তাকে ভোর ৫টার দিকে আটক করে। পরে তাকে মারধর করা হয়। ক্ষুব্ধ স্থানীয়...