নেপালে জেন-জি বিক্ষোভের মুখে পদত্যাগের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে গতকাল শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে এসে অলি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। দ্য কাঠমান্ডু পোস্টের রোববারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভক্তপুরে কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) যুব সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেন অলি। সেখানে তিনি বলেন, ‘আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব?’ দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে কে পি শর্মা আরও বলেন, ‘দেশকে আবার সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা এটিকে শান্তি ও সুশাসনের পথে ফেরাব।’ বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটে নয়, বরং ভাঙচুর আর অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত বলেও অভিযোগ করেন অলি। সুশীলা কারকির সরকারের উদ্দেশে বলেন, ‘সে সময় (আন্দোলন) আমি প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে...