এ বিষয়ে রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খানের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। সেই সাথে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ মাহমুদের স্বাক্ষরিত একটি চিঠিতে পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ে কেন্দ্র নির্ধারণ করে বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে মর্মে আদেশ জারি করা হয়েছে এবং ডিএন ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে পরীক্ষার সামগ্রী (পরীক্ষার খাতা, হাজিরা শীটসহ অন্যান্য কাগজপত্র) বুঝিয়া নিয়ে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগে বিভিন্ন...