পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার স্বরূপকাঠি-আমড়াঝুড়ি সড়কের সেহাংগল নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তামিম (২৩) উপজেলার পানাউল্লাহপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, তামিম মোটরসাইকেলে করে এক আত্মীয়ের সঙ্গে নেছারাবাদ থেকে আমড়াঝুড়ি খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সেহাংগল গ্রামে রাস্তার পাশে গাছ কাটার জন্য আড়াআড়ি বিছানো রশিতে মোটরসাইকেলের চালক মাথা নিচু করে পার হতে সক্ষম...