দেশের রাজনীতিতে এখন বহুল আলোচিত বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে, তরুণ ভোটারদের নিজেদের দিকে টানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। ছাত্রশিবির মার খেয়েই ক্যাম্পাসে টিকে ছিল। সেটার ফল ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছি। গলাবাজির রাজনীতি আর চলবে না। সেটা শিক্ষার্থীরা বুঝেছে। জাতীয় নির্বাচনেও এসব বিষয় চিন্তা করে মানুষ ভোট দেবেন।-মাওলানা আব্দুল হালিম এদিকে, তরুণ ভোটারদের নিয়ে অন্যদের চেয়ে একটু বেশিই আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...