১৩ বছর বয়স থেকেই চীনের হুবেই প্রদেশের ইয়াংয়ের স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা। বোস্টনে ঘুরতে গিয়ে তিনি দেখেছিলেন, ঘাসের ওপর শুয়ে বই পড়ছে শিক্ষার্থীরা। ওটাই ছিল তার চোখে বিদেশে পড়াশোনার আসল রূপ। ২০২২ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি পিএইচডি করার সিদ্ধান্ত নেন। কিন্তু তখন আন্তর্জাতিক সম্পর্ক জটিল হয়ে উঠেছিল, আর যুক্তরাষ্ট্র ভিসা নীতিও কঠোর করেছিল। তাই তিনি বেছে নেন সিঙ্গাপুরকে, যেখানে তাকে কাগজপত্র নিয়ে চিন্তিত হতে হয়নি, আবার পরিবারের কাছাকাছি থাকারও সুযোগ পেয়েছিলেন। বছরের পর বছর উচ্চাকাঙ্ক্ষী এশীয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার মতো ‘বিগ ফোর’ দেশগুলোতে পড়তে যাওয়ার ব্যাপক আগ্রহী। পুরো বিশ্ব থেকে এসব দেশ তরুণ মেধা আর বিপুল অর্থনৈতিক সুবিধা লাভ করেছে। তবে সাম্প্রতিক সময়ে সেই আকর্ষণ কিছুটা কমেছে। এক হিসাব অনুযায়ী, ২০২০ সালে...