প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি সুরক্ষা ও পাখির আবাসস্থল সংরক্ষণের বার্তা নিয়ে ব্যতিক্রমী দুর্গামণ্ডপ সাজিয়ে এবার শারদীয় দুর্গাপূজা করা হচ্ছে। আর এই ব্যতিক্রমী আয়োজন করেছে শেরপুর শহরের কালির বাজার মহল্লার ৫২ বছরের ঐতিহ্যবাহী মার্চেন্ট ক্লাব। পরিত্যক্ত বাক্স আর কার্টনের কাগজ, নারকেলের ছোবড়া, পাট, কাঠের গুঁড়াসহ বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করেছে ক্লাবটি। শেরপুর শহরের কালিরবাজার মা ভবতারা কালিমন্দির চত্বরে স্থাপিত এ পূজামণ্ডপটি পূজা শুরুর আগে থেকেই ভক্তদের ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। পুণ্যার্থী ও সাধারণ মানুষ পূজামণ্ডপটি এক নজর দেখার জন্য ভবতারা কালিমন্দিরে চত্বরে ভিড় করছেন। সবাই সময়োপযোগী থিম ও পরিবেশবান্ধব উপাদানে তৈরি দুর্গামণ্ডপের জন্য মার্চেন্ট ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। এ পূজামণ্ডপে উপচেপড়া ভিড় হবে বলে মনে করছেন আয়োজকরা। প্রতি বছরই ভিন্ন থিম ও বৈচিত্র্যের...