এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের মাথায় উঠবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের মুকুট। শুধু তাই নয়, পকেটভর্তি টাকাও আয় করবে দুই দলই। আগের তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। আরও পড়ুনআরও পড়ুনভারত-পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল ‘হাউজফুল’ সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরের চ্যাম্পিয়নরা ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই...