পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক গড়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। চলতি এশিয়া কাপে গ্রুপপর্ব এবং সুপার ফোরে দুইবারের দেখায় পাকিস্তানকে বলে কয়ে হারায় ভারত। গত ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সেই ম্যাচে ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। সুপার ফোরে দ্বিতীয়বারের সাক্ষাতেও হালে পানি পায়নি পাকিস্তান। সেই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেও হার এড়াতে পারেনি পাকিস্তান। ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় লাভ করে ভারত। এবারের এশিয়া কাপে আজ তৃতীয়বার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এই ম্যাচে জয় পেলে একই টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক গড়বে ভারত। ভারত জয়ের হ্যাটট্রিক গড়তে পারবে কি না তা সময়ই বলে দেবে! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের...