পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা বিক্ষোভ দেখিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহিন খান জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে নগরীরর নাওজোর এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের এই কর্মসূচি চলে দেড় ঘণ্টা। অটোরিকশা চালকদের অবরোধের কারণে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে বেশ কয়েকজন চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের সঙ্গে অন্য অনেক চালক যোগ দেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গাড়ি ধরলেই আড়াই হাজার টাকার মামলা দেয়। সেই টাকা পরিশোধ করতে না পারলের পুলিশকে চাঁদা দিতে...