আগের ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন মোসাদ্দেক হোসেন। এবার তার ব্যাটিংয়ে নামারই প্রয়োজন পড়ল না। অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাচের ভাগ্য গড়ে দিলেন বল হাতেই। মোসাদ্দেকের সঙ্গে অন্য বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সই গড়ে দেয় ঢাকা বিভাগের জয়ের ভিত। পরে রান তাড়ায় টপ অর্ডার ব্যাটসম্যানরা পাত্তা দেয়নি সিলেট বিভাগকে। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ঢাকা ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন মোসাদ্দেক, আরেক অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি নেন ২টি করে উইকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সিলেট। এর দুটি শিকার ছিল শুভাগতর, একটি মোসাদ্দেকের। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন অমিত হাসান ও আসাদুল্লাহ আল...