ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের "সর্বকালের সেরা" নির্বাচন হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে প্রশ্ন তুলে সাংবাদিক, কলামিস্ট ও চর্চা সম্পাদক সোহরাব হাসান বলেন, “কাউকে বাদ দিয়ে কীভাবে সর্বোত্তম নির্বাচন সম্ভব?”রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।সোহরাব হাসান আরও বলেন, "আমরা কারিগরি সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি।"কিন্তু রাজনৈতিক সমস্যা নিয়ে কম আলোচনা হয়েছে। আর আমাদের একটা ধারণা হয়েছে যে পাঁচজন নির্বাচন কমিশনার মঙ্গলগ্রহ থেকে এসেছেন, সব কিছুর দায় তাদের। আমরা অন্যায় করব, অনিয়ম করব, ভোট জালিয়াতি করব, চুরি করব, ভোটার আনতে দেব না। কিন্তু ইসিকে কাজটা করতে হবে। এটা সম্ভব নয়।’তিনি আরো বলেন,...