খাগড়াছড়ির সৃষ্ট ঘটনা নিয়ে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহারের সহ-সভাপতি নিরূপা দেওয়ান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ অন্যান্য। আলোচনা সভায় শেষে থেকে জানানো হয়, খাগড়াছড়িতে সহিংস ঘটনার প্রেক্ষিতে পাহাড় জুড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ...