ফাইনালেও হাত মেলাননি দুই অধিনায়ক১৪ সেপ্টেম্বর গ্রুপপর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো ফাইনালেও টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক। সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন। ভারতের একাদশে ৩ পরিবর্তনসুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা ও আর্শদীপ সিং। ফিরেছেন রিংকু সিং, শিভম দুবে ও জাসপ্রীত বুমরাহ।ভারত একাদশ:অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, শিভম দু্বে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। পরিবর্তন ছাড়াই নামছে পাকিস্তানসুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে...