পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সকলের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।সম্প্রতি খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া এলাকায় এক ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যে উত্তেজনা ও নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে এই সভা আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ছাত্রনেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।সুপ্রদীপ চাকমা বলেন, ‘ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে কোনোভাবেই সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ দেওয়া হবে না। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’তিনি জোর দিয়ে বলেন, আইনের ভিত্তিতেই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে...