ইউক্রেনে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভে ১২ বছর বয়সী এক কন্যা শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এই হামলার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এএফপির। এই হামলার পর প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষিত করতে যুদ্ধবিমান পাঠিয়েছে। ন্যাটোর অভিযোগ, রাশিয়া বারবার তাদের জোটের সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার পর বলেন, মস্কো হত্যা ও লড়াই চালিয়ে যেতে চায়। পুরো বিশ্বের উচিত তাদেরকে কঠোর চাপ দেওয়া। রাশিয়া যতদিন জ্বালানি বিক্রি থেকে লাভবান হবে, ততদিন এই যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যাবে। ইউক্রেনের মিত্রদের কাছে দেশটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। অবশ্য রাশিয়ার দাবি, তারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত...