বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরণের আলোচনা-সমালোচনার ঝড় বইছে ক্রিকটেপাড়ায়। মূল আলোচনাটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে নিয়ে। এই দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে সমঝোতা হওয়ার কথাও শোনা যাচ্ছে। আসলেই তেমন কিছু হয়েছে কি না, তা নিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুলবুল ও তামিমের মাঝে সমোঝতা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘প্রার্থীদের মধ্যে কী হচ্ছে, না হচ্ছে সে ব্যাপারে আমি অবগত না। তবে, হতে পারে। তারা দুজনই সাবেক ক্রিকেটার। একজন অগ্রজ আরেকজন অনুজ। তারা দুজনই ক্রিকেটের ভালোর জন্যই চাচ্ছেন এমন একটা জায়গায় যদি তারা আসতে পারেন, যেখানে আসলে ক্রিকেটের ভালোটা নিশ্চিত করা যায়।’ তামিম...