রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন যে, মস্কোর আকাশসীমায় কোনো বিমান বা বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হলে তা ভয়াবহ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। তিনি এ কথা বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শনিবার। এছাড়া জার্মানির বিরুদ্ধে উত্তেজক সামরিক কথাবার্তা বলার অভিযোগও তিনি তুলেছেন। সম্প্রতি এস্তোনিয়ার আকাশে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান পাঠানোর এবং নেটোর যুদ্ধবিমান পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত করার ঘটনাগুলো পূর্ব ইউরোপে উত্তেজনা বৃদ্ধি করেছে। ল্যাভরভ বলেন, “আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ। যারা নেটো ও ইউরোপীয় ইউনিয়নের ভোটারদের বলছে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়।” তিনি আরও জানিয়েছেন, পূর্ব ইউরোপের দেশগুলোতে রহস্যময় ড্রোন নিয়ে উদ্বেগ আছে এবং অনেক রাজনীতিক রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। একই সঙ্গে ইউক্রেইন যুদ্ধের দ্রুত...